অট্টালিকায় বসিয়া, আমি কুঁড়ে ঘর দেখি।।
সুখ আছে ওপারেতে, এপারে নাহি।
দিন আনে দিন খায়, নাহি তাদের দুঃখ।
এপারে আছে টাকা, নাহি আছে সুখ।
প্রভাতে রবি উঠে, কাঁধে নিয়ে ঝোলা।
কাজেতে বাহির হয়ে, বেলা গেল সারা।
মুঠো চাল, নিয়ে ডাল,ঘরেতে ফিরে।
গিন্নি হাড়ি লয়ে, চুলাতে বসে।

নয়টায় ভোর মোর, দশটায় চাকর।
পাঁচটায় বাসা ফিরে,  সব এলেমেলো।
পার্কেতে বসে থাকা,  রাতেতে পার্টি।
রেস্তরাঁ গিলি বসে, ঘর থাকে খুশি।।
এপারে ধন  সব হারিয়ে, বাঁকে।
চারদিকে ধোঁয়াশা, কুয়াশার ঝাঁকে।
কেহ পায় কেহ নয়, কিবা আসে যায়?
চির -সুখ, চির-দুঃখ, ঘুরে ফিরে তায়।