আপনাকে আমি বলতে চাই আমার সুখ-দুঃখের সকল কথা;
আপনার সাথে মেতে উঠতে চাই সুখ-দুঃখের সেই সংলাপে,
আপনার হাতে হাত রেখে পারি দিতে চাই দূর্গমগিরি মরুর পথ
আপনার চোখে চোখ রেখে ভাসতে চাই ভালোবাসার এক মহা-ভীম-ভাসমান সাগরে।
আপনার বুকে মাথা রেখে ভুলতে চাই আমার সকল বেদনাসিক্ত দিনগুলির দুখ।
আপনাকে আমি বলতে চাই, আপনাকে আমি ভালোবাসি।
আপনাকে সেদিন জড়িয়ে ধড়ে বলতে চাই,
আপনার জন্য করা আমার দীর্ঘ তপস্যা র কথা।
সেদিন আপনাকে পাওয়ার আনন্দে
মেতে উঠতে চাই আপনারি সাথে।
আপনাকে আমি ভালোই-তো-বাসতে চাই।
আপনাকে আমি এতটা ভালোবাসতে চাই;
যে ভালোবাসা এ জগতের আজ অব্দি কেউ দেখেনি,
আপনাকে ভালোবাসতে-বাসতে ইতিহাস হয়ে থাকতে চাই।
আগামী প্রজন্মে'র কাছে নিদর্শন হয়ে বাঁচতে চাই যুগের পর যুগ।
আরে, আপনাকে তো আমি ভালোই-বাসতে চাই।

জানিনা;
কিভাবে বলবো সে কথা,
কিভাবে বুঝাবো আমার মনের বেদনা।
কিভাবে বুঝাবো আপনাকে সেদিন; সেই ক্ষতগুলো,
যে ক্ষত শতকাল ধরে লুকিয়ে রেখেছি আমার মনে
যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো চোখ দেখেনি
পৃথিবীর কোনো কান শোনেনি সেই ক্ষত থেকে হওয়া চিৎকারের আওয়াজ।
আপনাকে কিভাবে দেখাই?
আপনাকে কিভাবে শোনাই সেই চিৎকার..?
যদি আপনিও আমায় ভালোবেসে থাকেন তাহলে
আমার এই বুকে হাত রেখে অনুভবের নয়ন দিয়ে
দেখে নিন সে ক্ষত
অনুভবের দিয়ে শুনে নিন সে চিৎকারের আওয়াজ।




১২:২১ রাত
৩রা জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ
১৭ই মে ২০২৪ইং