আমিতো আমার মাঝে নিজেকে খুঁজে পেয়েছিলাম,
তুমিই তো হঠাৎ করে এসে খুঁজতে বললে তোমার মাঝে।
আমি যখন তোমার মাঝে খুঁজতে গেলাম,
হারিয়ে গেলাম সেই অতীতের মাঝে।
যখন তুমি চলেই গিয়েছিলে আমার জীবন থেকে
তাহলে ফিরে কেনো এলে আবারো।
আমিতো এতদিনে চিনে ফেলেছিলাম নিজেকে
ভালোবেসে ফেলেছিলাম আমি আমাকে,
ভুলে গিয়েছিলাম সেই দুঃখে ভরা অতীতকে
যে অতীতে তুমি চলে গিয়েছিলে আমায় ছেড়ে।
তুমি আবার কেনো ফিরে এসে স্মরণ করালে
সেই দুঃখের দিন গুলির কথা,
তুমিই বলো হে প্রিয় কিভাবে তোমায় বরণ করি,
কিভাবে স্বাগত জানাই আমার -
এই বেদনা সিক্ত জীবনের মধ্যে।
আমিতো তোমায় আজো বলতে পারছি না,
আমার মনে জমে থাকা ভালোবাসার কথা।
আমিতো তোমায় আজো ভালোবাসি -
আমি বলতে পারছি না তোমায়।
জানিনা কিসের এতো বাধা,
কিসের এতো কি?
আমি কি কখনো বলতে পারবো শত
প্রতিবন্ধকতা-কে অতিক্রম করে।
কি তোমাকে আমার থেকে আলাদা
করার জন্য এত বেপরোয়া হয়ে পড়েছে।
জানিনা,
আমি জানিনা কেনো বলতে পারছিনা
তোমায় কতোটা ভালোবাসি,
লোক লজ্জার ভয়ে নাকি আবারো ছেড়ে যাওয়ার ভয়ে।।
আমি আজো তোমার পথ চেয়ে বসে থাকি,
তুমি আসবে;
ভালবাসবে,
তুমি কি সত্যিই আমায় ভালবাসবে?
নাকি আমার থেকে ভালো কাউকে পেলে
চলে যাবে তার হাত ধড়ে।
রাত ১০:২৩
৩ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ
১৭ই মে ২০২৪ইং