আমি চাইনা সূর্য
চাইনা চন্দ্র,
চাইনা খোদার আসন।
আমি তো চাইনা বিশ্ব জুড়ে,
মোর রাজ সিংহাসন।
চাইনা আমি গাড়ি বাড়ি।
চাইনা ধন-সম্পদ,
আমি তো চাইনা বন্ধু-স্বজন,
যে করিবো মোরে পর।
আমিতো চাই গো শান্তি শুধু,
চাই গো একটু খানি সুখ।
কোথায় পাইবো আমি শুধাও তুমি,
কেমনে পাইবো আমি তাহার খোঁজ।
যাদের আমি সুখের ও লাগি করিয়াছি আপন,
তারাই আমারে করিয়াছে পর।
কাঁদাইছে মোরে দিবানিশি।
তুমি কি মোরে দিতে পারিবে সেই সুখের খোঁজ
যাহার লাগি আমি ফিরিতেছি বিবাগী হইয়া,
দেশে দেশে ভিখারি বেশে করি তাহার খোঁজ।
শুধাও তুমি মোরে কেমনে দেবে সেই সুখের খোঁজ।


০৩:৫৭ প্রভাত
৯ই পৌষ ১৪৩০ বঙ্গাব্দ
২৪ই ডিসেম্বর ২০২৩ইং