সেই ছেলে কে হবে বলো,
যার ছায়ায় থাকিবে সারাবিশ্ব।
কে হবে সেই ভোরের সূর্য,
যার আলোতে জাগিবে গোটা বিশ্ব।
কে হবে সেই জাতির নেতা
যে জাতি অন্ধকারে বসে আছে একলা।
কে হবে সেই আলোক রশ্মি,
কে দেখাইবে তাদের আলো,
কে হবে সেই মশাল ধারি,
কে দেখাইবে তাদের দিশা।
কে লইবে তাদের আলোর পথে
কে দিবে তাদের অন্ন মুখে,
কে পড়াইবে তাদের বস্ত্র।
এ জাতি তো রয়েছে আধারে
ক্ষণেক সুখের ও লাগি,
কে আনিবে সেখান থেকে
কে করিবে তাদের খুশি,
কে শোনাইবে তাদের
অমূল্য সেই বাণী-খানি?