আমি এই রঙিন ভালোবাসা'র যুগে এসে
খুঁজে ফিরি সেই সাদা-কালো ভালোবাসা।
যেখানে চিঠির মাধ্যমে,
ভালোবাসা বিনিময় করা হবে।
আমার হৃদয়ের সকল কথা একটি কাগজে লিখে, কবুতরের পায়ে বেধে পাঠিয়ে দিবো তার উদ্দেশ্যে।সে আমার পাঠানো কবুতরের জন্য,
উদ্দীপ্ত হৃদয় নিয়ে,
জানালার পাশে বসে অপেক্ষায় প্রহর কাটাবে।
চক্ষু দুটি আমার ব্যাকুল হয়ে অপেক্ষায় থাকবে,
তাকে একটি বার দেখার জন্য।
কবে হবে দেখা তার সাথে?
কোনো এক বসন্তের দিনে-
লাল শাড়ি পড়ে ইছামতীর তীরে,
অপেক্ষা করবে আমার।
আমিও সেদিন সকল কাজ ফেলে-
হাতে এক গুচ্ছ অশোক ফুল নিয়ে
দেখিতে যাইবো তোমায়।
কত দিনের কত কথা, যা লিখে যায়নি বলা
মুখেতেও আমি সেদিন বলিব না,
চোখেতে চোখ রাখিয়া ভালোবাসায় আপ্লুত হইয়া
নিরবে বলিয়া ফেলিবো সে সকল কথা।
যেখানে না থাকিবে স্পর্শ না থাকিবে দাবী,
থাকিবে শুধু সাদা-কালো ভালোবাসা
যা এই রঙিন দুনিয়ায় দেখে নিবে আজি।
রাত ১১:৪৫
১৬ই মাঘ ১৪৩০ বঙ্গাব্দ
৩০শে জানুয়ারি ২০২৪ইং