হয়তো কোনোদিন
কোনো এক বসন্তের শেষ লগ্নে,
দেখা হয়ে যাবে তোমার আর আমার।
আমি কৃষ্ণচূড়া হয়ে ঝড়ে যাবো সেদিন
আর তুমি গোলাপ হয়ে ফুটো সেদিন।
আমি তোমাকে সেদিন দূর থেকেই দেখে যাবো
অপূর্ণতার ভালোবাসা বেসে যাবো তোমায়।
আমি অধীর অপেক্ষায় থাকি;   সেই দিনের,
যখন তুমি দেখবে ভালোবাসার করুন পরিণতি।
তুমি আজিকে যাকে অবহেলা করছো,
সে হয়তো তখন তোমার অবহেলা
পেয়ে হারিয়ে যাবে নিজের থেকে।
তোমার অবহেলায় থাকতে থাকতে -
কখন সে ঝড়ে যাওয়া পাপড়ির মতো
হয়ে ঝড়ে গেছে পৃথিবীর বুকে,
বুঝবে সেদিন।
সেদিন হয়তো তোমার কাজল -
মাখানো চোখ দিয়েও জল গড়াবে
মুছে যাবে চোখের কাজল।
শত বিলাসিতায় দিন পার করিলেও সেদিন দুঃখ হবে,
আরেকটি বার ফিরে পাবার।


১ই শ্রাবণ ১৪৩১বঙ্গাব্দ
১৬ই জুলাই ২০২৪ইং
দুপুর ৩:৩৫