আমি বড়ই ক্লান্ত আজ; বন্ধুর প্রেমানলে।
তাইতো পথের ধাড়ে বসেছি একা-
উন্মাদ হয়ে, জ্বলন্ত সিগারেট নিয়ে।
জ্বলিতেছ হাতের সিগারেট মধ্যে থাকা -
নিকোটিন গুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে,
যেমনি করে; পুরে ছাই হয়ে যাচ্ছে
আমার এ ভিতরটা।
আমি এখন বড়ই ক্লান্ত, কেননা;
বন্ধুর প্রেমে আমি আজ সর্ব শান্ত।
ধিকিধিকি আগুন জ্বলছে যা নিশ্বাসে -
নিশ্বাসে দাবানলে রূপ ধারণ করছে।
যে দাবানল আজ বন্ধুর প্রেমানলে
আমার অঙ্গ পুড়াচ্ছে।
চারিদিক জুড়ে এখন শুধুই পোড়া গন্ধ,
আর; ভালোবাসার অগ্নিশিখায় পুড়ে
ভস্ম হওয়া ছাইয়ের আস্তরণে শুধুই;
তেমাকে না পাওয়ার আর্তনাদ।
১২:৫৭ রাত
৩ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
১৭ই মার্চ ২০২৪ইং