আমি কত অপেক্ষা করিলাম তোমার,
তুমি আসিলে না হে প্রিয়
একটি বারের জন্যও
দেখা করিলে না এই অভাগার সনে।
তুমি আসিলে না মোর যৌবনে,
আসিলে না বাল্যকালে,
আর না আসিলে তুমি মোর বৃদ্ধকালে।
আমি যখন আজ মৃত্যু সজ্জায় শুয়ে,
মৃত্যু যখন দাঁড়ায়ে মোর দুয়ারে,
তখন অন্তিমে তুমি আসিলে মোর কাছে
মৃত্যু পথযাত্রিকে বিদায় দেবার জন্যে।
আমি কত অপেক্ষা করেছি তোমার লাগি
তুমি দেখা দিলে মোরে হে প্রিয়
অন্তিমে আসি।
৪:৩১রাত
৩০ই মাঘ ১৪৩০বঙ্গাব্দ
১৩ই ফেব্রুয়ারী ২০২৪ইং