লোকে বলে আমি তেমারে কতটা ভালোবাসি,
তাদের কিভাবে বুঝাই,
আমি কতটা তোমায় ভালোবাসি।
যদি ভালোবাসা মাপার দাঁড়িপাল্লা থাকতো,
আর সেটার একদিকে যদি গোটা পৃথিবী;
আরেক দিকে যদি আমার ভালোবাসাকে রাখা হতো,
হয়তো সেখানে আমার ভালোবাসারই ওজন বেশি
হতো।
লোকে আমাকে এমন করে প্রশ্ন করে যেনো
মনে হয়,
মানুষের মুখগহ্বর থেকে উৎপন্ন হওয়া আওয়াজ শুনছি না।
মনে হয় যেনো ধনু থেকে তীর আলোর গতি নিয়ে এসে আমার হৃদয়ে লাগছে,
আর আমার হৃদয়কে ছিদ্র করে আড়পার চলে যাচ্ছে।
আমি জ্যন্ত লাশের মতো ছিদ্র হৃদয় নিয়ে
সেসব কথা শুনি।
মিলন হয়েছিল আমাদের,
কিন্তু তুমি করোনি সেটার মর্ম।
আমি যতটুকু ভালোবাসা দিয়েছিলাম তোমারে,
তুমি তার সমপরিমাণ ভালোবাসা
দিতে পারো নাই আমারে।
আমি কিভাবে যে তাদের বুঝাই;
আমি কতোটা ভালোবাসি।
যেনো উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো;
যেনো ফুলের মধু খাওয়া মৌমাছির মতো,
যেনো ঈশ্বরের প্রেমে গৃহত্যাগী সন্ন্যাসীর মতো;
যেনো এক শিকার ও এক শিকারির মতো,
আমি তোমাকে ভালোবাসি।
লোকে বলে আমাকে আরো,
এতটা কাল ধরে শুধু তাকে ভালোইবেসেই গেলে;
একটি বাড়ের জন্যও পেয়েছ তাকে তোমার করে?
আমি নির্বাক হয়ে মাথা নিচু করে শুনেছি সেকথা,
আমি বলিতে পারিনাই তোমার সাথে কাটানো
হাসিমাখা সে দিনগুলির কথা।
যদি একটি বারের জন্যও - তুমি ধড়ে রাখতে
আমার হাত,
তাহলে আজ হয়তো সকলে একথা
বলিতে পারতো না আর।
তোমায় ভালো বাসতে বাসতে চলে যেতাম স্বর্গের রাজ্যে,
তাহারা হয়তো আজো অপার দৃষ্টিতে দেখতো আমাদের।
১০:২৪ রাত
১৯ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
২ই এপ্রিল ২০২৪ইং