কি বলিবো তোমায়
এক ঝড়ো হাওয়ার কথা,
যা আমার মরুচরকে ভরিয়ে দিয়েছিলো
সবুজ-ময় প্রকৃতির স্বতেজতায়।
এমনই এক সুবাসের নেশায় আসক্ত করেছিলো,
যেটার নেশা কেটে যাবার পরেও
মাতাল করে রাখিলো আমায়।
যেমন গ্রীষ্মের তাপদাহে কোনো এক
তৃষ্ণার্ত পাখি
করে জলের সন্ধান,
আমি তেমনি সেই তৃষ্ণার্তের মতো করি;
তার সন্ধান।
একি আকাশের নিচে তবু
লক্ষ্য-কোটি আলোকবর্ষ দূরে তুমি আর আমি,
যেনো মহাকাশে উজ্জ্বল দুটি নক্ষত্র হয়ে
জ্বলে আছি অনন্তকাল ধরে।
তোমারে না বাস্তবতায় ছুঁইতে পারি
তাইতো তোমারে আমি কল্পনাতে আঁকি।
১০:৩২রাত
২৭শে নভেম্বর ২০২৪ইং
১১ই অগ্রহায়ণ ১৪৩১বঙ্গাব্দ