সেদিন তুমি যখন সইদের সাথে
ইছামতীর বুকে স্নান করিতে নেমেছিলে,
আমি এপারে অবাক হয়ে দাঁড়িয়ে ছিলাম।
আমি অপার দৃষ্টিতে দেখেছিলাম তোমারে,
যখন তুমি তোমার সইদের সাথে
মেতে উঠেছিলে আনন্দ উল্লাসে।
মনে হয়েছিলো যেনো এক সাঁতারেই,
চলে যাই তোমার কাছে
মেতে উঠি আনন্দ-উল্লাসে।
যখন সাবান দিয়ে ইছামতীর ধাড়ে
ধুয়ে দিলে তোমার গায়ের সকল ময়লা,
মনে হয়েছিলো আমি হয়ে যাই
তোমার হাতে থাকা সে সাবান,
আর মিলিয়ে যাই তোমার গায়ের সাথে
সারাটিক্ষণ মিশে থাকি তোমার
বদনেরও ঘ্রাণের সাথে।
যখন ডুব দিলে তুমি ইছামতীর বুকে
তখন মনে হয়েছিলো যেন
হয়ে যাই সেই ইছামতী,
তোমারে লুকায়ে রাখি আমার বুকের মাঝে
লোক চক্ষুর আড়াল থেকে।
যখন ইছামতীর ধাড়ে উঠে গামছা দিয়ে
তোমার কালোঘন চুল ওড়াচ্ছিলে,
মনে হয়েছিলো যেনো হয়ে যাই সেই গামছাখানি
আর তোমার চুলেরও ঘ্রাণ নিয়ে আমি
চিরকাল অমনি ভাবে থেকে যাই।
যখন চলে গেলে তুমি গোসল শেষে সইদের সাথে,
মনে হয়েছিলো যদি আরো কিছুক্ষন
দেখিতে পাইতাম তোমারে,
তাইতো আমি অপেক্ষায় দিন কাটাই
আজো ইছামতীর এপারে।


০৩:৩৮দুপুর
২১ই ফেব্রুয়ারী ২০২৪ইং
৮ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ