আমি যদি হইতে পারি ইছামতী
তবে জুড়াইবে এ জন্মের স্বাধ।
দু'ধারে তে থাকবে মোর
সবুজ শ্যামল গ্রাম।
আরও মোর দুই ধারেতে
থাকিবে খেয়া ঘাট বাধিবে নানান তরী।
এপারের লোকে ওপারে যাইবে
লইয়া ঘাটের ও তরী,
আমার জলেতে স্নান করিবে-
দু গ্রামের লোকগুলি।
জলেতে নামিয়া দু'গার ছেলেরা দেবে সাঁতার,
করিবে খেলা - সারাদিন ভড় যুরিয়া।
ভুলিয়া যাইবে বাড়ি ফেরার পথ -
ভুলিয়া যাইবে রথ।
এ গা'র বধূ ও গা'র বধূ সকাল সন্ধ্যা কালে,
দু ধারের দু ঘাট হইতে - কলসি ভরে জলে।
মাজায় করিয়া কলসি তারা
লয়ে যায়গো তাদের গৃহে,
ইছামতীর মিষ্টি জলে তাদের তৃষ্ণা মেটে।
দু গা'র জেলে ছিপ ফেলে মাছ -
ধরিবে দিবারাত্রি,
সকাল হইলে যাবে হাটে
মাছ করিবে বিক্রি,।
বিক্রি করে মাছ
মিটাইবে তাদের আশ।
বর্ষা কালে মোর বুক ভড়া জলে
পানা-কচুতে কিল বিলবিল করে।
আমি যদি হতাম তখন
ইছামতীর সে নদী।
দু গায়ের লোকে মিলে ঝুলে
করিতো ছাফ মোরে।



রাত ১২:৩৪
১৮ই পৌষ ১৪৩০বঙ্গাব্দ
২ই জানুয়ারি ২০২৪ইং

--○--