কেনো তুমি আসিলে মোর এই জনমে;
এক রাশ ব্যথিত হৃদয়ে ছড়ালে গোলাপের সুবাস।
ক্ষাণেকের লাগি কেনোইবা মাতাল করিলে আমায়,
এ কেমন সুবাস ছড়ালে মোর মর্মে
যেই সুবাসে আজো আমি মাতোয়ারা,
এ কেমন গোলাপ চাড়া পুতিলে মোর হৃদ-বাগিচায়
যাহার কাঁটা আজো ব্যথিত করছে মোর মর্মে।
আমিতো গোলাপ ভাবিয়া ছুয়ে ছিলাম তোমায়
কাঁটা হয়ে চুবিলে মোরে।
অনেক কথাই ছিলো বলবার
কাব্যের ভাষায় পেলোনা প্রকাশ।
আমাদের এ জন্মটা নাহয় অগোছালো'ই কেটে যাক,
কেটে যাক এক অপূর্ণ ভালোবাসায়,
পরের জন্মে না হয় চিঠির ভাষায় বলবো তোমায়
মোর মর্মের সে সকল কথা।



১১:৪৯ রাত
৫ই আগস্ট ২০২৪ইং
২১ই শ্রাবণ ১৪৩১বঙ্গাব্দ