চলে যাবো;   অনেক দূরে চলে যাবো।
একদিন এতোটাই দূরে চলে যাবো জেনো
আমায় তুমি স্মৃতিতেও করতে পারবেনা স্মরণ।
আমাকে সেদিন আঁকতে পারবেনা কল্পনায়
আমি সেদিন এতোটাই দূরে চলে যাবো।
আমি এতো দূরে চলে যেয়ে রথ থামাবো
যেখানে দেখতে পাবো,
                                  নেই কোনো ভালোবাসা
                                     নেই কোনো আবেগ।
যেখানে কেউ কারো মায়ায় পড়েনা,
আমি সেদিন চলে যাবো সেখানে।
আমি হয়তো সেখানে চলে গেলে;
                             ভুলে যাবো তোমাকে,
       ভুলে যাবো তোমার সাথে কাটানো দিনগুলিকে।
ভুলে যাবো তোমার জন্য অধীর আশায়
পথ চেয়ে বসে থাকা দিনগুলিকে।
আমিতো ভুলতে চাই এখনি,
                        ভুলতে চাই তোমাকে
                                      পারিনা,
                                                 পারিনা ভুলতে।
জানিনা কি এমন জিনিস যা বারে বারে
মনে করিয়ে দেয় তোমার কথা।
আমি যতবার তোমাকে আমার কল্পনার জগৎ থেকে
মুছে ফেলতে চাই;
তুমি ততবার-ই আমার সামনে এসে যাও।
আমি জানিনা কোন শক্তি
তোমাকে আমার সামনে এনে দেয়।
                      আমায় তুমি ভুলে যেয়ো;
আমার ডাকে এসোনা এই অভাগীর নীড়ে,
                    আমি দূরে চলে গেলে
                        আমাকে তুমি ভুলে যেও।
আমাকে তুমি মুছে ফেলো তোমার স্মৃতি থেকে,
আমার জন্য সেদিন তুমি অশ্রু জলে
মুছো না নয়নের কাজল।
তোমার অমন স্নিগ্ধ গালে-
                                 লাগতে দিওনা বিষন্নতার ছোঁয়া।
সেদিন তুমি আমার জন্য ইছামতির তীর ঘেঁসে
অপেক্ষা করোনা মনে ব্যাকুলতা নিয়ে;
আমি হয়তো আর ফিরবো না সেখানে।
যেদিন আমি চলে গেছি তোমায় ছেড়ে,
বহুদূর, বহুদূর না ফেরার উদ্দেশ্যে।

দুপুর ১১:৩৪
১৩ই জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ
২৭শে মে ২০২৪ইং