দয়ালের প্রেমে সর্বহারা,
দয়ালের লীলা খেলায় ধন্য আজ;
বুঝিতে বড়ই অক্ষম।
দর্শন যদি পাইগো দয়াল মরিবারও আগে
তবে যেনো মৃত্যু যন্ত্রনা আর ছুঁইতে না পারে।।
তাইতো আমি খুঁজি তারে সকলের দ্বারে।
সাধ্য নাই মোর বিশ্ব ঘুড়ে খুঁজি তারে;
কোথা গেলে দেখা পাবো তার,
তাইতো খুঁজি তারে মানুষের তরে।
না জানি দয়াল কোথায় আছে কার রুপে,
তাইতো আমি পূঁজেছি সকলেরে,
কেইবা তুমি হিন্দু-বৌদ্ধ-মুসলিম
না জানি তোমাতেই বসত করিছে
আমার দয়াল দয়াময়।
না জানি কখন কাহার রুপ চিড়িয়া
অচিরেই বাহির হইবে দয়াল দর্শন দিবে আমায়,
স্বাধ্য নাই মোর দান করিবো বিশ্ব-নিখিল।।
আমি দয়ালের প্রেমে আজ,
ভিক্ষার থালা লয়ে মন্দিরে মন্দিরে ঘুরি;
মসজিদে মসজিদে ভিক্ষার হাত পাতি;
কোথায় গেলে দেখা পাবো তার।
পথে পথে পান্থ সাজে রয়েছি দয়াল দেখা দাও আমায়।।
অর্থ-কড়ি নাইগো দয়াল সবই করেছি দান
আছে শুধু ভালোবাসা সকলেরে করি দান।
না জাননি, দয়াল কাহার তরে লুকায়ে আছে
কাহারেই করিব অবজ্ঞা।
জীব-জন্তু সকলই দয়ালের দান;
চাইলেই দয়াল মোরে করতে পারে
পরখ, ভেগ ধরিয়া তার।।
কাহার দোয়াতেই আজিকে ভাগ্য মোর খোলে;
আজিকে আছি ভিক্ষারি সাজে
কালকেই যেনো রাজ্য চালাই,
এই ভাবনায় যেনো দিনতো যায় মোর চইলা।
কে জানে সে কথা দয়ালের কৃপায়
ভিক্ষারি আজ রাজাধিরাজ,
আর দয়ালের ক্রোধে আজিকের
রাজা কালকেই ভিক্ষা চায়।
২:৪২রাত
১৫ই চৈত্র ১৪৩০বঙ্গাব্দ
২৯শে মার্চ ২০২৪ইং