কোনো এক গ্রীষ্মের দিনে
     যখন রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে  
                        যাচ্ছিলাম তুমি আর আমি।
হঠাৎ তখন তুমি
          ধড়ে ছিলে আমার হাত।
মনে হয়েছিলো যেনো,
স্বর্গ থেকে হুর
        এসেছে আমার কাছে,
                তার সঙ্গে নেবার জন্যে।
আমি ভুলিতে পারিনা সেদিনের
                        অনূভুতির মুহূর্ত খানি,
তুমি যবে ধড়িয়া ছিলে আমার হাত।

আমার শরীর সেদিন ভরে গিয়েছিল
                তোমার নিরব ভালোবাসা'র শীতলতায়।

আমার ক্ষাণিকের জন্য যেনো
                                            মনে হয়েছিল,
বহুবছর ধড়ে অন্তরে জ্বলে আসা আগুন
                                বুঝি নিভিয়া গেলো এবার।
                  কিন্তু কেইবা জানিত সে কথা-
                                         বুঝিত সে ভাষা,
অন্তরের কোনো এক কোণে
     ক্ষণিক আগুন জ্বলেছিল নিরবে।
                                                 তুমি পারোনি সেদিন
                                         পুরোটা আগুন নিভাইতে।
ছোট্ট এক শিখা থেকে আজ,
                              আবার হয়েছে বিশাল
   ক্ষণে ক্ষণে পুড়িয়া করিছে ছাই,
        হয়েছে কয়লা আমার এ অন্তরায়।






১৩ই মাঘ ১৪৩০ বঙ্গাব্দ
রাত ৮:১৩
২৭ই জানুয়ারি ২০২৪ইং


---○---