আবার দেখা তার সনে,
যখন আশ্বিনের বনে হলুদ পাখিরা
মুখে খড় নিয়ে ছুটে যাচ্ছিল কার্তিকের কোলে।
তখন দেখা হলো আবার; তার সনে,
দীর্ঘক্ষণ চেয়ে রইলাম আমি তার পানে।
যেমন তৃষ্ণার্ত পথিক খোঁজে জলধারা,
যেমন চাতক অপেক্ষায় থাকে শ্রাবণের বারিধারা।
আমি ভুলেই গিয়েছিলাম—
তোমায় তো হারিয়ে ফেলেছি সেই বর্ষার ঘন বর্ষণে,
যেখানে কান্নার শব্দ মিশে গিয়েছিল বৃষ্টিধারায়।
তবু, আজ যখন তুমি তাকালে আমার পানে,
এক অজানা ব্যাকুলতা জড়িয়ে ধরলো আমায়,
যেন মুহূর্তের জন্য থমকে গেলো পৃথিবী,
স্থবির হলো সময় তার অনন্ত প্রবাহে।
তোমার সেই তীক্ষ্ণ চাহনিতে—
এক ঝড় উঠলো হৃদয়ের গভীরে,
নিস্তব্ধ রাতের নিঃশব্দ বাতাসে
ভেসে এলো হারিয়ে যাওয়া স্মৃতির কণা।
তোমার চোখ বলছিল না বলা কথাগুলো—
"তুমি ভালোই আছো।"
তুমি ভালোই আছো—
আমাকে ছেড়ে দিয়ে
এই মহাকাশের অসীম দূরত্বের মাঝে,
যেখানে আমি আর ফিরে পাবো না তোমাকে।
তবু, বাতাসে ভাসে হারানো দিনের সুর,
তোমার স্পর্শের স্মৃতি—
ঝরা পাতার মতো উড়ে যায়,
মিশে যায় সন্ধ্যার রঙিন মেঘে।
আমি দাঁড়িয়ে থাকি একা,
সময়ের সীমানায়—
যেখানে তুমি আছো বহুদূর,
আর আমি ডুবে আছি অপেক্ষার
অনন্তহীন ঘোরের ভেতর।
তবু কি সত্যিই ভালো আছো তুমি?
আমরা কি পারলাম হারানো দিনকে ফিরিয়ে আনতে?
নাকি স্মৃতির ছায়ায় বাঁধা পড়ে রইলাম,
যেখানে প্রেম রয়ে গেল এক চিরন্তন প্রতীক্ষায়…
১৪ই ফেব্রুয়ারী ২০২৫ ইং
১ই'লা ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিকেল ৫:৩৪
---○---