বসন্তের শেষ প্রহরে যখন
কৃষ্ণচূড়া ফুটেছিলো গাছের ডালে ডালে;
তখন তুমি আসিলে,
যেমনি করে কলি আসে গোলাপের ডালে।
মোর জীবনে লেগেছিলো ছোঁয়া;
ভালোবাসার উষ্ণ - সতেজ মাখা,
যেনো মরা ডালে ফুটেছিলো জবা।
অপেক্ষা ফুরাবার শেষ প্রান্তে
বুঝিতেই পারিনি কখনো তুমি চলে যাবে
আমায় ফেলে ঝড়ে যাওয়া পাতার ন্যায়।
তুমি যতক্ষণ ছিলো মোর কাছে
বুঝিতেই পারিনি, কখন
ফুরিয়ে এলো বসন্তের দিন
কখনই'বা ঝড়ে গেলো কৃষ্ণচূড়া।
২৫শে আষাঢ় ১৪৩১বঙ্গাব্দ
৯ই জুলাই ২০২৪ইং
রাত ৯:১৪