তুমি যখন ছিলেনা আমার জীবনে,
আমার দিনগুলো বিষাদের ধারায় -
রঞ্জিত ছিলো।
তবে কোনো এক অজানা ফুর্তি মনে
প্রফুল্লতায় ভরিয়ে রাখতো আমার দিন।।

যখন আসলে তুমি আমার জীবনে,
যেনো প্রফুল্ল দিনগুলিও আজ
বিষাদের ধারায় যেনো রঞ্জিত করে দিলে।।

আমি তোমারে বলতে চাই
আমার মনের দুঃখ বেদনার কথা;
কিন্তু তুমি শুনতে চাওনা।
আমি তেমারে ভালোবাসতে চাই
কিন্তু তুমি বুঝতে চাওনা।

আমি তেমার হাতে হাত রেখে,
পাপে পা মিলিয়ে,   গুটি গুটি কদমে
হাটতে চাই সারাটি জনম ভর;
কিন্তু তুমি হাঁটতে চাওনা।।

আমি তোমারে নিয়ে ভুলতে চাই
আমাদের বেদনা-শিক্ত অতীতের কথা,
কিন্তু তুমি ভুলতে চাওনা।
আমি তোমাকে নিয়ে গড়তে চাই;
আমাদের সুন্দর ভবিষ্যতের
এক অদম্য রুপকথা,
কিন্তু তুমি গড়তে চাওনা।।



১০:২৯ প্রভাত-বেলা
২১শে জ্যৈষ্ঠ ১৪৩১বঙ্গাব্দ
৪ই জুন ২০২৪ইং