মালঞ্চের ধারে আইসোরে ভ্রমর
বইসো ফুলের মাঝে,
আমার বাড়ি পুবের দিকে
পদ্ম বিলের ধারে।
বিলের মাঝে পদ্ম ভরে রহিছে বারোমাস।
উত্তরেতে মালঞ্চের বন
যেথা ফুলের অন্ত নাই,
ফুলেতে বসিয়া থাইকো তুমি
সারাটি দিন ভর।
তোর সনেতে ভাব করিব
প্রকাশ করিবো সব।
ফুলেতে বসিয়া ভ্রমর
খাইয়োরে ফুলের রস।
ভয় করোনো, লাজ করোনা
আপন ভাবিয়া খেয়ো।
মোর বাগানে আইসোরে তুমি
বাধা দেবার নাইতো কেহ।
রোজ সকালে আইসোরে ভ্রমর
আমার মালঞ্চের ধারে,
তোর সনেতে ভাব করিব
শ্যামের বাঁশি লয়ে।
৫ই ফাল্গুন ১৪৩০বঙ্গাব্দ
১২: ৫১ রাত
১৮ই ফেব্রুয়ারী ২০২৪ইং