বেশ্যা নারী নিষ্ঠা নারী এই সমাজের ধন,
এ সমাজে বসত তাদের,সকল ঘরের ধন।
কে বলেছে ভিন্ন তারা পতিতালয়ে বাস,
আমি বলি সত্য নহে সকল ঘরেই খাস!
বেশ্যা হইলো নারী জাতি তোমার ঘরেও আছে,
খুঁজে দেখো পাবে সেটা মা-বোনেতেই সাঁজে ।
না শুনিয়া পুরো কথা হইয়ো তবে রাগ,
ধৈর্য ধরে থাকো যদি খুলিবো সকল ফাঁস।
শোনো তবে বলি এবার এই জগতের-খাস,
খুলিয়া দেখো চক্ষু এবার, পাইবে তাহার খোঁজ।
তোমার ঘরেতেও বসত তাহার,
রাখিয়া তোমায় নিখোঁজ।
আগে তো আচ্ছা বেশ্যা ছিলো বেশ
পতিতালয়ের ঘরেই শুধু ছিলো তাদের বাস।
এখন তাদের বিশ্বজুড়ে, সকল ঘরেই রাজ।
ঝুট নহে বলেতাছি খুলিয়া দেখো চক্ষু
তোমার ঘরের কন্যা সন্তান বিশ্বের কাছে খাস।
এই শুনিয়া গর্ব বাপু করিও নাকো আর
খাস তবে মাগী দিকে জানোনা তুমি কিছু।
তোমার পিছে চলে যে জগৎ, সে যে তাহার রাণী।
তবে সে যে সম্মানে নহে, সকলের রাতের রাণী।
তুমি তো বেটা হয়েছো বুড়ো বুদ্ধি তোমার কম,
বিশ্ব এবার জ্ঞানীগুনী বিশ্বতব মহান।
তোমার মেয়ে কি করে সেই গোপন গৃহে
বিশ্ব সমাজ জানে।
তুমি কি জনোনা, সেই গৃহের কিছু?
মনে রেখো ভাই আমার, খোদা সবই জানে।
তুমি যদি জেনে-শোনে থাকো তবে চুপ,
খোদা তালায় ছাড়িবে না তোমায় করিবে নিশ্চুপ।