অতঃপর দীর্ঘ প্রীতিক্ষা শেষে;
যখন শ্রাবণের মেঘ উড়ে বেড়াচ্ছিলো আকাশের বুকে,
তখন ঢেকে গেলো চাঁদ আমার আকাশ থেকে
রয়ে গেলো শুধু'ই অন্ধকার আর অন্ধকার।
যখন দীর্ঘ প্রতীক্ষা শেষে;
মরা গোলাপের ডালে ফুটেছিলো গোলাপ
এসেছিলো কলি - এক বসন্তের শেষ লগ্নে,
অচিরেই ঝড়ে গেলো সে গোলাপ
রয়ে গেলো শুধু'ই ব্যাকুলতা।।
সন্ধ্যা ৬:৪৪
১৫ই-শ্রাবণ ১৪৩১বঙ্গাব্দ
৩০শে-জুলাই ২০২৪ইং