স্থানান্তর
কাঙাল শাহীন

একদিন এই অগভীর জলের ভেতর
আমি আমাকে নিয়ে যাবো -
যতোটা সম্ভব তোমার দেখাও পাবো
যা কখনো দেখতে পাইনি, তাও দেখবো চোখের আয়নাতে

বহুদিন যাবৎ আমার যা দরকার ছিল
আমি তাই পেতে যাচ্ছি-
যতোবার ডুব দিচ্ছি, ততোবার শান্ত জলের অনন্ত নীরবতা
আমাকে ধীরে ধীরে শিথিল করে তুলছে, আর তাই -

যতোবার শ্বাস নিচ্ছি , কেবলি মৃতের মতো আমি
যতোবার শ্বাস নিচ্ছি, কেবলি মৃতের থেকে জীবিত আমি

এভাবে আমরা জীবিত থেকে মৃতে-মৃত থেকে জীবিতে উড়ে উড়ে আসি...