.........................................................
প্রেম নয় পুড়ে মন
কাঙাল শাহীন
প্রথম প্রহরে নদীও বুকের পিদিম জ্বালিয়ে দিলো;
সেই থেকে সিঁথানে দুঃখ মুছে জীবনের স্বপ্ন আঁকি—
আঁকি, বুকজোড়া শৈশবের সীমান্ত সবুজ।
যার জন্য একটা পৃথিবী আমার-তোমার
প্রেমে অপ্রেমে ফুটায় দোলনচাঁপা,
ব্রহ্মপুত্রের শরীর ছুঁয়ে নামে প্রণয়ী চাঁদের আলো
ঠিক তখনো, পথের ঠিকানা নিয়ে সময়ের চরাচরে
চুপি চুপি হাঁটি।
আর কতোদূর ঢেউয়ের নাচানাচি
সে কি জানে!
দিন ফুরালে ক'জনে আর প্রিয়া প্রিয়া ডাকে।
সময় এখন পথের ঠিকানা খুঁজে।
সময় এখন নিথর ভেলায় ভাসে।
শরৎ-হেমন্ত-বসন্ত পাখির গানে-
কুড়ানো পাতার ক্লান্ত দুপুর খেলায়
যতো ছিলো ভুল, প্রেম নয় পুড়ে মন।
........................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'প্রেম নয় পুড়ে মন': ১৭