....................................................
ফিরে এসো
কাঙাল শাহীন

এই করোনাকালীন সময়ে আবার দেখা হলে আমাদের
হাঁটতে হাঁটতে চলে যাবো আমরা জয়নুল উদ্যানে
শোভিত জারুল ছায়ায় ফুঁ দিয়ে বেঞ্চিতে বসবো-
                                           তুমি-আমি।
প্রিয় সার্কিট হাউস মাঠের কোণায় যেখানে প্রতিটি সকাল হাসতো
সেখানে শ্যাওলা জমেছে, মাঠের বুক জুড়ে লাফিয়ে উঠছে দূর্বাঘাস
এই যে ব্রহ্মপুত্রের শীতলতা ছেড়ে তুমি বাড়ি আছো-
                                 কি করে থাকছো বাড়ি?
এইতো ক’দিনে তুমুল বৃষ্টিতে শহরের সব অলি-গলি যেন ধৌত করা
তুমি আসলেই প্রাণের অলিতে-গলিতে হাঁটবো
আবার একটা আদা চায়ে ঠোঁট ভিজাবো দু'জনে।
২৭ জুন, ২০২০
.........................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'ফিরে এসো': ২০