.............................................................
মানুষ খুঁজে ফিরে
কাঙাল শাহীন

তন্যে-চৈতন্যে মানুষ একাই নিজের কাছে ফিরে এসে
অন্ততে ঈশ্বর খুঁজে, কেউবা আবার ঈশ্বরের ঘর ভাঙে;
মানুষ ঈশ্বরতুল্য নয় বিধায় পোড়ামাটির শিল্পকর্ম শ্রেষ্ঠ।

কোন একদিন একটি মুহুর্ত অধিক প্রার্থনা করে বুঝবে মানুষ
বিশ্বাসীরা কেবল মাদার মিল্ক থেকে পান করেছে সুমিষ্ট মদ
আর অবিশ্বাসীরা শুধুই ওয়াইন দিয়ে ভিজিয়েছে কণ্ঠ দ্বার।

একবার বিশ্বাসে অন্তরে পাপ মুছে গেলে মানুষের, কেবল মানুষ
তার পা ফেলে শুনবে মৃত্যু ছায়ার কফিনে জীবনের শেষ গল্প
একদিন ফুলফোটা অনিন্দ্য সকালে বারান্দায় হাঁটতে হাঁটতে
পড়ে নেবে বাতাসে ধুলোর প্রাণ, আর বিষ্ময়ে উড়ন্ত সময়ের গান।

মানুষ তো রাতের আঁধারে জ্যোৎস্নায় দীর্ঘ পথ খুঁজে নক্ষত্রের পানে
খুঁজতে খুঁজতে যখন ফেরার উপায় থাকে না, তখন ধোঁয়ামগ্নতা ঘিরে
খুঁজে পায় সুর ও শব্দের টালমাটাল, অতীত প্রহরের আয়ুকাল।
২৬ মে ২০২০
............................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'মানুষ খুঁজে ফিরে': ২২