.......................................................
মানুষ
কাঙাল শাহীন
সন্ধ্যার চৌকাঠে দাঁড়াতেই দেখি, পৃথিবীর নিরবতা আর
পাখিদের ঘরে ফেরা; কিন্তু মানুষ! সে কি ফিরে এ-সময় ?
দিনশেষে মনের মন্দিরে কেউ ফিরে আসে তাবৎ দুঃখ নিয়ে
কেউ কেউ আবার কারোর দুঃখে বিলিয়ে দেয় সবটুকু মন।
স্বপ্নের কাছেই চলো ফিরে যাই, ওখানে কিছুটা আলো খুঁজি
ঘুম ভেঙে এ-স্বপ্নের মতো ছিঁড়ে নেই বাস্তবতার কঠিন প্রাণ।
এখানে কোথাও মানুষ পাবে না, মানুষতো শুধু পাগলের মতো
মানুষকে মানুষের ভীড়ে খুঁজ! আসল মানুষ যে পাগলে তা বুঝনা।
২৩ এপ্রিল ২০২০
....................................................