......................................................
জোস্নায় তারার মমি হয়ে যেও
কাঙাল শাহীন
একদিন সকালে প্রথম সুবেহ রঙের কাছে যেও
দেখবে জন্মের উৎসে পাখিরা বিস্ময়ে নির্বাক!
তারপর দু'হাতে নিজেই আঁধার সরিয়ে
প্রেম আর জোস্নায় তারার মমি হয়ে যেও ৷
একদিন দুপুরে শিমুল তলে যেও,
দেখবে বাতাসে উড়ছে রুই রুই মন !
উড়তে উড়তে পরাণে পরাণ থেকে,
আকাশ পাড়ায় ছড়াচ্ছে বৃষ্টির গান-
চোখের নীলিমা অস্ত পাড়ে মিলন কোরাস ৷
তারপর দু'হাতে নিজেই আঁধার সরিয়ে
প্রেম আর জোস্নায় তারার মমি হয়ে যেও ৷
একদিন বিকেলে মায়া ভরা নীলিম প্রান্তরে যেও
দেখবে বুকের দুয়ার খুলা ধূলির জীবন !
বিকেল গড়ানো প্রার্থনা, নীরবে কাঁদা অনাদিকাল ৷
সেই থেকে শেষ দৃশ্যের রুমালে সাদা -
মৃত প্রজাপতির হৃদয় এঁকে দিও
তারপর দু'হাতে নিজেই আঁধার সরিয়ে
প্রেম আর জোস্নায় তারার মমি হয়ে যেও ৷
........................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'জোস্নায় তারার মমি হয়ে যেও': ১৬