.....................................................
জীবনে অনিন্দ্য সব
কাঙাল শাহীন

মানুষ কখনো কখনো সীমানা ছাড়িয়ে পালায়;
এক চিলতে উঠোনে থাকার জায়গা নেই বলে।
প্রকৃতই সব আকাশ সীমানাহীন;
মানুষের ভেতরটাও তেমনি।

আমি এক অদ্ভূত মানুষ! মানুষের ভেতরটা জেনে যাই-
পাকাধান কুড়াতে কুড়াতে আজবধি।
ধোয়া ধোয়া ভাতের পাতিলে যার স্বপ্নিল জীবন,
তারও কপাল ভাঙে, নষ্ট হয় সকাল দুপুর-
সূর্যস্নাত সন্ধ্যের আকাশ।
তার জন্যে অন্ধকার আকাশে জোনাকি ছেড়ে-
একবুক সময় উড়াই, তার মায়ায়-ছায়ায় ফুটাই বনের ফুল।

আজ তার উঠোন ভরেছে জোৎস্নায়।
বাঁশের ফলার ফাঁকে সিদ্ধ ধানের মৌউ মৌউ গন্ধে,
আমার ঘুম আসে না-
চান্দের আলোয় অমন মুখের ছবি একবার পাইলে-
জীবনে কিছু পাইলাম মনে হয়;
পাইলাম জীবনে অনিন্দ্য সব।

.............................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'জীবনে অনিন্দ্য সব' : ৭