কতোটা বেদনা নিয়ে বেঁচে থাকা
কাঙাল শাহীন
তোমাকে অনুভব করতে পারিনা-
অনুভুতি নেই— তবু
তন্ময়ে-গহিনে আছো ছায়া হয়ে টের পাই।
তুমি আছো— আজো ব্রহ্মপুত্র কিনারে হাঁটছো
কবির ভেতর অক্ষরের ব্যঞ্জনায়;
এভাবেই দিন যেতে যেতে খুঁজে নিও
হেমন্তের বিকেলে বিছানো ধানের নাড়ায়
বহুদিন অপেক্ষায় কাটছি এই পৃথিবীতে।