...................................................
একলা কাব্য
কাঙাল শাহীন

জ্যোৎস্নাত আঁধারে, শিমুলতুলোর মতো
তারে ভালো লাগে।
নিশিকাব্য শুনে শুনে চাঁদ একপাশে ঘুমায়,
অন্য পাশে আশিক আকবর ৷
আমার রাতজাগা একলা কাব্য, তার জন্যে ৷
আমি কী তার জন্য নই?
আমি কী দুঃখ একা সই?

............................................
'তার জন্য' সিরিজের কবিতা 'একলা কাব্যে' : ৩