চিরকুট
কাঙাল শাহীন

সূর্য্যরঙিন একটা বিকেল পাখির ঠোঁটে স্মৃতি হয়ে
মৃয়মান সবুজ পাতার ডালে জেগে থাকে–
এভাবেই একদিন- জন্মের গোলাপ ফুটা ভোর থেকে
শ্যাওলা তলায় জন্ম নেয় নতুন পৃথিবী।

তাবৎ দুঃখ নিয়ে ভুল চিঠির পাখিরা–
আলোকবর্ষ দূরে অনন্তকাল উড়ে যায়;
গভীর কোমল গন্ধ নিয়ে আবেগে বুকের
খাঁচা ভেঙে উড়ে যায় বারবার...

যেতে যেতে পাখি, ডানার পালকে লিখে যায়–
দীর্ঘ কালের চুম্বন; লিখে আমৃত্যু প্রেমের ইতিহাস।