.............................................................
বুকের পিরান খুলে
কাঙাল শাহীন
বুকের লোমাঞ্চ ছুঁয়ে ছুঁয়ে কেউ বলছিলো–
এই ভিটা খুবই উর্বর;
সামান্য হেলেঞ্চা ডগা আদরে ফলাবে বিস্তার জমিন।
সেই থেকে বুকের পিরান খুলে খুঁজি ভালোবাসা,
ভালোবাসলে কোথাও, কোন জমিনই পতিত থাকে না।
তার জন্যে অপেক্ষায় কতোকাল-
এই হেলেঞ্চা জমিন পাহারায় থাকি!
চোখের গোলাপ ছিড়ে টলমল দুপুর উড়াই
সুখ উড়ে, প্রেম পুড়াই এখন
কতোবার বলি লালফড়িং মাঠের বুকে চলো উড়ি
খড়ান মাঠের বুকে সুখে বৃষ্টি হই
আর জলপাই সবুজ পাতায় নুন মেখে-
চিবুতে চিবুতে বলি, এতো টক!
তুই ভালোবাসা জানিসরে মন, ভালোবাসা
ভালোবাসলে কোথাও, কোন জমিনই পতিত থাকে না ৷
.............................................................
'তার জন্য' সিরিজের কবিতা ' বুকের পিরন খুলে' : ৫