..........................................................
অনন্তকাল  
কাঙাল শাহীন

পাখি উড়ে গেছে বাসা বুননের খড় কুড়াতে একাই,
যেমন সময়ে পাখিরা একান্ত বাসাবুনে।

একজন পাখি সবুজ দিগন্ত পেলে,
স্বপ্ন ছুঁয়ে যায় ডানায় ডানায়।

মানুষের আয়ু ছোট হয়, অল্প কিছুদিন বেঁচে যাওয়ার জন্য;
অথচ একটি পাখি তার জন্য অনন্তকাল বেঁচেই রয়।

.............................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'অনন্তকাল' : ৬