.........................................................
আমিও বদলে গেছি
কাঙাল শাহীন

এইখানে, সবুজ ঘাসের ডগায় বিকেল রোদ এলে
শুকনো পাতার সংসার সাজাই আপন মনে -
সুখতলা বটমূলে পুড়াই জীবন, অগোচরে গোপন ব্যথায়।

আমি তো পায়ের ছাপ খুঁজি,খুঁজি রোদমাখা ঘাসফুল দিন-রাত
শিশিরে বকুলতলে রাতজাগা জীবন্ত পালক।
চোখের ভেতরে বদলেছে মধুরাত, দখিনা পর্বত -
আমিও বদলে গেছি, রাত্রি নেশার মতই মৃত হয়েছে প্রতিভা
অন্ধকার হাতে পিদিম জ্বালাতে গিয়ে কাঁচ ভেঙ্গেছি চোখের
কতোগুলো বছর ফিরিয়ে দাও,কিংবা ঐসব যন্ত্রণার তীব্র স্বাদ।

শিশুর পৃথিবী, পায়রাডাকা পৃথিবী, ফজরে দুয়ার খুলে ডাকি  
শেষ বিকেলে বেগুনি ফুলে একবার ডেকে যাও
শীতের বিকেলে ঠোঁট ফাঁটা হাসিতে,
গ্রামীণ হলুদ পাখির কানে কানে;
আমিও বদলে গেছি-সুখী সুখীছায়া বটতল পাতার জীবনে।  
সব কিছুই বদলে যায় উদোম বালকের মতোই,
বদলে যায় তাবৎ মৃত্তিকার একখন্ড চাঁদ।

এইখানে সবুজ ঘাসের ডগায় বিকেল রোদ এলে
শুকনো পাতার সংসার সাজাবোই সাজাবোই।

........................................................
'তার জন্য' সিরিজের কবিতা 'আমিও বদলে গেছি ' : ১৪