................................................
আহারে বকুল জীবন
কাঙাল শাহীন

নতুন মানুষ, তার গন্ধ নিয়া সারারাত
সাঁতরাতে সাঁতরাতে রাতটাই শেষ হলো ।
যদি এতে দুঃখ বাড়তে থাকে, থাকুক না
যদি কষ্টের মেঘলা দিন ফুরিয়ে যায়, যাক না  
তবে চোখের কষ্টেরা একা একা নদী হয়ে যাক।
সময়ে স্মৃতির প্রিয় ছবি হয়ে যাক ব্যথার বকুল ৷

আহারে আমার বকুল-জীবন!
আহারে পালক পোড়া অনন্ত সকাল...

.............................................................
'তার জন্য' সিরিজের কবিতা ' আহারে বকুল জীবন' : ৯