আজো আমি ঘুমের ঘরে শুনতে পাই
ধর্ষিতার কাতর চিৎকার।
আজো আমি ঘুমের ঘরে দেখতে পাই
কারা যেন দাঁড়িয়ে আছে তাদের হাত
বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা লাইন ধরে
দাড়িয়ে আছে তারা।
তাদের দিকে তাক করানো আছে
বন্দুকের নল,
ফায়ার বলার সাথে সাথে সাঁ সাঁ গুলি
ছুটে গেলো কারো বুক ভেদ করে।
কারো মাথার খুলি উড়ে গেলো।
আমার চারি দিকে লাশ আর লাশ
মুন্ডু হিন লাশ।
আমি ভুলতে পারি না কোনো
ভাবেই,
আবার কারা যেন বলে যায় এ দেশটা
স্বাধীন করেছি শুধু তোমাদের জন্য।
যত্ন করে রেখো
ভরের সৃর্যটার দিকে তাকিয়ে দেখি
সব সহিদের রক্ত এসে মিশে লাল
হয়ে গেছে।
এর জন্য আমাদের পতাকা হল সেই
সৃর্য।