বেশ ভালোই তো আছি তোমায় ছেড়ে
কইছি কথা ব্যালকনিতে
গাছের সাথে।
ভালোই আছি তোমায় ছেড়ে
কইছি কথা জলের সাথে
নদীর জলে পুকুর পাড়ে।
দুঃসাহসী ফড়িং ওড়ে ঢেউয়ের পরে
গাংচিলেরা বেশ উড়ে যায়
দূর আকাশে।
ভালোই তো আছি ভালবেসে
তুমি হীনা কষ্ট পেয়ে
জোছনা জলের চিবুক ছুঁয়ে।
ভালোই লাগে অক্ষি কোণে জল জমাতে
জোনাক পোকা কইছে কথা
গল্প ছলে।
চুরুট ধোঁয়া বেশ উড়ে যায়
জীবন রেলের গোলক ধাঁধায়।
দিন চলে যায় রাত চলে যায়
মায়াবী প্রেমে বসন্ত হারায়।
হয় না যে আর মন্দ থাকা
গেল না আর তোমায় ভোলা!