একজন যোদ্ধার কথা বলছি
যিনি ক্ষুরধার লেখনিতে নিয়ত যুদ্ধ করেন কবিতায়,
শব্দের রঙতুলি নিয়ে মাতেন
দখিন বাংলার ধান নদী খালের বিস্তীর্ণ জনপদে ।
কবিতার দেহ ভাঁজে শব্দের সুগন্ধি মেখে
শুষে নেন বাংলা মাটির ঘ্রাণ।
তিনি কথা বলেন মাটি ও মানুষের,
যুগে যুগে ঠকে যাওয়া কৃষকদের কথা বলেন
অসঙ্গতি আর রক্ত পিপাসু জোঁকের কথা বলেন
রাজপথ থেকে রণাঙ্গনে
শোষিতের চিৎকার আর শোষকের ভন্ডামির কথা বলেন
মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও গণতন্ত্রের জখমের কথা বলেন।
তিনি প্রণয়ের কথা বলেন, সুমিত্রার অধর ছুঁয়ে
প্রজাপতি পাখায় ছুটে যান মহাশূণ্যে।
তিনি স্বার্থলোভী বানরকে মাল্যদান করেন না কখনও।
তিনি কলমের শাণিত ফলায়
পাষাণ কুচক্রীদের ছাল ওঠাতে দৃঢ় প্রতিজ্ঞ ।
তিনি কিংবদন্তি কিনা জানিনা
তবে তিনি আমাদের প্রিয় কবি মুস্তফা হাবীব।