হেমন্ত
-ঃ বেশি কিছু নয় ;
শুধু এইটুকু চাই।
আসছে শীতে শুষে নেব
ক-ফোটা শবনম।
শীত
-ঃ নিশী হল ভোর নির্ঘুম রাত
সবকিছু কেড়ে নিল শুভ্র প্রভাত।
মালির জন্য থাকলো শুধু শব্দ পতন
হৃদ্যতায় ডেকে যায় সময় লোচন।
বসন্ত
-ঃ অবহেলায় খুন হয় বসন্ত কোকিল
খুন হওয়া রক্তে সাজে শিল্পী শিমুল
বুকভরা হাওয়া এসে ঝড় তুলে যায়।
---------------------