পৌষ মাসের গন্ধ পেলেই
শীতের কথা মনে পড়ে,
খুব সকালে ইচ্ছে জাগে
খেজুর রসে মুড়ি খেতে।
পিঠা পুলি রসের পায়েস
আজও জিহ্বায় লেগে আছে,
পড়লে মনে আজও আমার
ছুটতে চায় মন গাঁয়ের পথে।
যেমন করে ছুটতে তুমি
শিশির ভেজা কলাই ক্ষেতে,
ছুটছি আজও তেমন করে
শিউলি ফোটা কল্পনা তে।
ছুটছে মানুষ এখন শুধু
বাড়ি গাড়ি টাকার লোভে,
পুঁথি গান আর যাত্রাপালা
মানুষ এখন ভুলেই গেছে।
মামা আর ফুপু র বাড়ি
শীত এলে আর কেউ ছোটে না,
ভাপা পিঠা আর পাটিসাপটা
রাত গভীরে কেউ রাঁধে না।
কেউ রাঁধে না মাংস পোলাও
শীত ঋতু কে ভালোবেসে,
মায়ের মতো কেউ ডাকে না
শীতের ভোরে আদর করে।
ঝিঙে ফুল টা উদাস হয়ে
সাদা মেঘের আঁচল দেখে ,
উদাস পাখি গোমড়া মুখে
শেষ বিকেলে নীড়ে ফেরে।
বিকেলের সেই লাজুক রোদ টা
গায়ে এখন কেউ মাখে না,
লাজুক চোখে তোমার মতো
আড়াল করে কেউ হাসে না।
হাসে না আর শীত ঋতু টা
কুয়াশা চিড়ে অর্ক চোখে,
বিরস মুখে হারিয়ে গেছে
হাভাতে এ-ই কালের বানে।
-----------------------