চলো; আমরা আবার দ্রোহ নিয়ে রাস্তায় দাঁড়াই
কারণ আমরা এখনও স্বর্ণের মোহর টি পাইনি।
চলো, আমরা আবার শক্ত হাতে শাবল তুলে নেই
কারণ আমরা এখনো স্বর্ণ সকাল টি খুঁজে পাইনি।
চলো, আমরা আবার হৃদয়ে স্বপ্ন গেঁথে নেই
কারণ সূর্য আমাদের জন্য এখনো হাসেনি।
চলো, আমরা আবার খুঁজি পাথরের অলিগলি
কারন আমরা এখনো মুঠো ভরা রোদ্দুর পাইনি।
চলো, আমরা আবার রাতের বুক চিরে জোছনা খুঁজি
কারণ আমরা এখনো কাঙ্খিত জোনাক রাত টি পাইনি।
চলো, আমরা আবার মৃত্যুর কাছে বুক পেতে দেই
কারণ আমাদের মায়ের চোখের জল এখনো থামেনি।