বলতে পারো;
সভ্যতার অগ্নি গোলকে আমাদের জন্ম
কিংবা বলতে পারো আমরা
কোনো অসভ্যতার ছেড়ে যাওয়া নোংরা বীজ।
লোহার শিকলে আবদ্ধ থেকে থেকে
হারিয়েছি কেবল জীবনের স্বরবর্ণ,
দেখতে ভুলে গেছি আমরা জোছনার যৌবন
ভুলে গেছি সময়ের শুক্রাণু থেকে
ফুল ফোটানোর আশ্চর্য কৌশল।
অথচ আমরা লোহার শিকলে বন্দি না থেকে
লোহার হাতিয়ার হতে পারতাম,
একটি কৃষি যন্ত্র হতে পারতাম,
হতে পারতাম কোনো কারখানার
দানবীয় ইঞ্জিন কিংবা চৌম্বক শক্তি।
আমরা কালের অনাচার কে উড়িয়ে নেয়ার মতো
বাতাসের কুন্ডলী হতে পারতাম
হতে পারতাম কোনো পিশাচের মাথায়
ছুটে বেড়ানো ধাবমান রক্ত।
এত ধাবমান যে, যাতে ধমনী ছিড়ে ফেলা যায়।
আমরা একটা বুলেট হতে পারতাম
একটা আগ্নেয়গিরি হতে পারতাম
একটা ভূকম্পন হতে পারতাম!
আমরা প্রবল বেগে ছুটে আসা
একটা ঢেউ হতে পারতাম।
চাইলেই আমরা হতে পারতাম
জন্ম পরবর্তী কোনো শিশুর এক টুকরো হাসি।
অথচ কিছুই না হয়ে ;
মানব সভ্যতার লিউকেমিয়া হয়েছি মাত্র।
------------------------------------------------