গণতন্ত্রের মূল মন্ত্র কি?
আমার জানার কোন প্রয়োজন নেই।
রাষ্ট্রের একজন নাগরিকের কি অধিকার থাকা প্রয়োজন
আমার জানার কোন প্রয়োজন নেই।
একটি রাষ্ট্রের আইন প্রণয়ন বা প্রয়োগ কেমন হওয়া প্রয়োজন
শিক্ষা ব্যবস্থা'ই বা কেমন হওয়া প্রয়োজন,
আমার জানার কোন দরকার নেই।
একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সম্ভব
বাজেটের রুপরেখা'ই বা কেমন হওয়া উচিত,
এগুলোর কিছুই আমি জানতে চাই না।
রাষ্ট্রের সংবিধান কেমন হওয়া উচিত
জনস্বার্থে বা সার্বভৌমত্ব রক্ষার্থে
নতুন করে সংবিধান লেখার প্রয়োজন আছে কিনা,
আমি কিছুই জানার প্রয়োজন বোধ করি না।
স্বাধীনতা কি?
জনজীবনের এর প্রয়োগ কিংবা প্রভাব আছে কিনা,
মিছিল মিটিং করা যাবে কিনা,
লোহার গরাদের ভয় আছে কিনা
এর কিছুই আমি জানতে চাই না।
আমি শুধু জানতে চাই ;
এক টুকরো মাংসের স্বাদ এখন কেমন?
গরম ভাতে একটু মাছের ঝোল মেখে নিলে
খেতে কেমন লাগে?
আলুর দাম একটু কমবে কিনা?
আমার ছোট্ট সোনামনি টা একটু হাসবে কিনা
যে হাসিটা হবে;
ধানের শীষ থেকে চুইয়ে পড়া
শিশির কণার মত’ই সুন্দর।