জানিনা কোন বানের জলে
মনুষ্যত্ব ভেসে গেল
শিয়াল কুকুর শুয়োরের দল
রাজ্য সভার টিকিট পেল।
মরছে মানুষ উড়ছে ফানুস
স্বার্থ চিন্তায় সবাই বেহুঁশ
আইন আছে শাসন আছে
বিচার নামে প্রহসন আছে।
বুঝলে বেশি গুলি আছে
জঙ্গি নামের খেতাব আছে।
ভাষণ ভূষণ শোষণ আছে
মিথ্যে কথার গল্প আছে।
গল্প ফাঁদে কল্প আছে
মাথার পড়ে বৃক্ষ আছে।
যা খুশি তা করতে পারো
সঙ্গে কেবল টিকিট রাখ।
খুন ছিনতাই ধর্ষণ করো
নেতা বাবুর লেংটি ধরো।
এমন হলেই বাঁচতে পারো
থাকতে পারো খোশ মেজাজে
আঁকড়ে ধরো স্বার্থচিন্তা
দেশ চলে যাক বানের জলে।