রাজা যায় রাজা আসে
প্রজা সদা থাকে পাশে,
রাজা র মাথায় ঝলমলে তাজ, নিত্য শোভা পায়
প্রজা র কেবল মাথা নত সাজ, কুর্নিশ করে যায়।
রাজা গেলেই প্রজা হাসে,স্বপ্নের বীজ বোনে
রাজা এলেও দুঃখ বীণা বাজে ঘরের কোণে।
শব্দ বুননে ছড়ায় রাজা, মুঠো ভরা রোদ্দুর
মূলত প্রজা র জীবন শুধু'ই উত্তাল সমুদ্দুর।
প্রজা র লাগিয়া ছড়ায় রাজা, স্বপ্ন মোতি হার
বস্তুত তারা নিভৃতে গোনে, পাঁজর ভাঙা হাড়।
প্রজা র বিলানো রক্ত ঘামে, রাজা র তেষ্টা মেটে
অর্বাচীন কিছু বাঁচিয়া থাকে, রাজা র চরণ চেটে।
রাজা রা ঘুমায় মখমলে সদা চাঁদ সুরমা চোখে
দহনে পুড়ে কষ্ট ছুঁয়ে প্রজা র জীবন কাটে।
নিয়ত পেষণে শোষিত প্রজা আবার জ্বলে ওঠে
খুলে ফেল তাজ জ্বালাও গদি ক্ষমতা ছাড়তে হবে।
রাজা রা সদা এভাবেই আসে
ফুলের গালিচায় হেঁটে,
ফিরে যায় ফের ঘৃনা অপমান
লাঞ্ছনা র গ্লানি নিয়ে।