স্বপ্নে বিভোর ছুটছি আমি পুবের চরে
যে চরে তে ফসল ফলে ঘামের দামে।
ঘামের দামে সারা ক্ষেতময় হাসছে ফসল
আসবে যেদিন সোনার ফসল হাসবে মহল।
হাসছে মহল হাসছে উঠোন আউশ আমনে
সেই হাসি ছড়িয়ে যাচ্ছে গরম উনুনে।
ধান হাসে ডাল হাসে, হাসে তিল তিশি
গমের সাথে সরষে হাসে, হাসে জোছনা নিশি।
জোছনা নিশি জোছনা নিশি যাত্রা পালা শুরু
মঞ্চ কাপে ঝুমুর নাচে মনটা উড়ুউড়ু।
মা- চাচীরা হাসছে গাইছে খেলছে শিশু বেশ
মিষ্টি রোদে বাড়ির বধূ ছড়িয়ে দিলো কেশ।
কেশ গোছানো কেশ গোছানো ঠোঁটে লিপিস্টিক
রুপোর জলে শরীর ধুয়ে মন ভরা কৌশিক।
কৌশিক মনের রং ছড়িয়ে ঘুম ভেঙে যায়
পুবের চরে হাসে না ফসল নিছক স্বপ্ন হায়।