বঙ্গবন্ধুর স্মরণে)
_______________________

আমি থামতে পারি না বলেই
ফিরে আসি তোমার কাছে
তোমার পোর্ট্রেট.......তোমার সমাধি........
আমায় উজ্জীবিত করে!

এখনো স্বপ্ন দেখি বলেই
তোমার কাছে ফিরে আসি
এখনো শকুন চোখ উপড়াতেই চাই বলেই
বারবার ফিরে আসি।

আজও মোহাবিষ্ট করে আমায়
তোমার নিদ্রা সমাধি র মৃত্তিকা গন্ধ
বাতাসে ভেসে থাকা তোমার নিঃশ্বাস
তোমার জ্বালাময়ী বক্তব্য।

আমার বড্ড জ্বলে ওঠা প্রয়োজন
আমার বড্ড গন্ধক প্রয়োজন
অদম্য প্রেরণা দুঃসাহস এবং
একটা বলিষ্ঠ কণ্ঠ প্রয়োজন।

আবার হোক রক্তের প্লাবন
কোন দ্বিধা নেই!
আবার হোক মৃত্যুর মিছিল
কোন দ্বিধা নেই!

আমি চাই কেবল ;
আমার জমিনে থাক সবুজ ফসল
বাতাসে মেঘের শরীর ছুঁয়ে
ভাসুক হাসির কল্লোল।

আমি চাই, শরতের শিশির বিন্দু ছুঁয়ে দিক
ছোট্ট বালিকার তুলোর চরণ
কাশফুলে রা পরম আদরে
ছুঁয়ে দিক প্রিয়ার অধর।

ভালোবাসার রসায়নে মুখস্থ হোক
জোনাক ফুলের জোছনা কলা
আর; সোনার মাটি থেকে নিপাত যাক
স্বাধীনতায় আবৃত নাগিনী র বিষাক্ত ফণা।