আমাদের যাপিত জীবন এখন ভয়ংকর সুন্দর
কেবল শঙ্খচিল হতে,কন্ঠে ঢালি বায়বীয় বিষ
অবর্ণন কষ্টে,পার হই রক্তনদী।
স্বাধীনতার নিরাপদ ভূখণ্ড প্রয়োজনে
আর সবুজের রঙ ছোঁয়া লোভে
বুলেটে রাখি বুক, জ্বলে উঠি অহর্নিশ।
সাপের ফোঁস ফোঁস শব্দে ভাঙ্গে ঘুম
নির্জন রাতের জানালা খুলে দেখি
পাহাড়ের গায়ে হাসে জোনাকির ধুম।
বাংলার জন্ম ভ্রুণে আজো ডাইনির মন্ত্রণা
স্বাধীনতার জন্ম বেদনায় কুঁকড়ে ওঠে
দিবানিশি তার প্রসব যন্ত্রণা।